বেলগাছি রেলগেটে আলমের ওপর হামলা মামলায় দিশান গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার দিশান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আওয়ামী লীগ কর্মী আলমের ওপর হামলা মামলার আসামি। এর আগে আলমের ওপর হামলার ঘটনায় তার ভাগ্নে ইমদাদুল হক আকাশ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দিশান চৌধুরী (২১) চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার রতন আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই ভবতোষ রায় জানান, গত ৪ সেপ্টেম্বর পূর্ব শত্রুতার জেরে বেলগাছি রেলগেট এলাকায় আলম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতেই ওই ঘটনায় ইমদাদুল নামের একজনকে আটক করা হয়। গতকাল আলমের ভাইরাভাইয়ের ছেলে শান্তিপাড়ার ইমদাদুল হক আকাশ বাদী হয়ে সদর থানায় ১২ জনের নাম উল্লেখসহ ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে এ মামলার এজাহারভুক্ত আসামি দিশান চৌধুরীকে গ্রেফতার করা হয়। মামলার অন্যান্য আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More