স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগরের গোয়ালপাড়ার আব্দুল্লাহ হিল্লাকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে তাকে পেয়ারাতলা বাজার থেকে ফেন্সিডিলসহ আটক করা হয়। র্যাব এ তথ্য জানিয়ে বলেছে, তার নিকট থেকে ৮৬ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইণফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন পেয়ারা তলা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার ভোর ৬টা ২০ মিনিটে পেয়ারা তলা বাজারের মেসার্স এহসান ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ হিল্লাকে (২৪) আটক করা হয়। সে চিহ্নিত মাদক চোরাকারবারী। গোয়ালপাড়ার আলী কদরের ছেলে। মাদক মামলাসহ তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।