ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নুর মোহাম্মদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও স্মৃতিচারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিক্ষক সমিতির সভাপতি তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সামসুল হক। স্বাগতিক বক্তব্য রাখেন ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাইনুল হোসেন বিশ্বাস। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, অধ্যাপক শেখ সেলিম, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হায়দার মল্লিক, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, মরহুম নুর মোহাম্মদের স্ত্রী, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ আল মুজাহিদ, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য ইদ্রিস আলী, শিক্ষক হুমায়ুন কবির ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধানগণ, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাও. মীর জান্নাত আলী। অপরদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ সাদিকুর রহমান এক শোক বার্তায় মরহুম শিক্ষক নুর মোহাম্মদের পরিবারের প্রতি সমবেদনা ও পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ