গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী হাসপাতাল বাজারে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার মাগরিবের নামাজের পর মেহেরপুর-কুষ্টিয়া সড়ক আড়াআড়ি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে। তিনি হাসপাতাল বাজারে জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলামের ব্যবসায়ীক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে মজিরুল ইসলামের অফিসের দিকে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। এসময় তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কে লুটিয়ে পড়ে রক্তাক্ত জখম হন তিনি। মোটরসাইকেল আরোহী দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও পড়ে যান আরোহী গাংনীর ধর্মচাকী গ্রামের সাইফুল ইসলামের ছেলে সজিব (১৬)। প্রত্যক্ষদর্শীরা ছুটে গিয়ে তাদের দুজনকে গাংনী হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে পাঠানো হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। অপরদিকে সামান্য আহত সজিব পুলিশ হেফাজতে গাংনী হাসপাতালে রয়েছেন। তার কাছ থেকে মোটরসাইকেল চালক ও আরোহীর তথ্য সংগ্রহ করছে পুলিশ।