মুজিবনগর প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোমরপুর বাজার প্রাঙ্গণে অফিস উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ বল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, সাবেক সভাপতি দবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি কৃষকলীগের সভাপতি শাহ জামাল, যুবলীগের সভাপতি মিঠুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী, আমানুর রহমান সোহেল, সাইদুর রহমান উজ্জল, রোকনুজ্জামান মতি, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ