স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আর না বাড়লেও সংক্রমণের সংখ্যা বেড়েই চেলছে। বুধবার স্বাস্থ্য বিভাগের হাতে ৫৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৭ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। জেলার মোট আক্রান্তের মধ্যে আরও ১৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন।
চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। আরও বেশ ক’জন করোনা উপসর্গ তথা সর্দি কাশি জ্বর শ্বাস কষ্ট নিয়ে মারা গেছেন। বুধবার (26 আগস্ট) চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। গতকাল বুধবার থেকে কুষ্টিয়া পিসিআর ল্যাবের পরিক্ষণ যন্ত্র সচল হয়েছে। কুষ্টিয়া ল্যাব থেকে মোট ৫৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গায় প্রেরণ করা হয়। ১৭ জনের পজিটিভ হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদা উপজেলার ৩জন। আলমডাঙ্গা উপজেলার ৬ জনের মধ্যে বাবু পাড়ার ১জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, হারদীর ১জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো ১ জন, হাকিমপুরের ১জন, পাঁচকমলাপুরের ১ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮ জনের মধ্যে থানা কাউন্সিলপাড়ার ১জন, কোটপাড়ার ১ জন, যদুপুরের ২ জন, ডাস বাংলা ব্যাংকের একজন, রেলপাড়ার ১জন, শৈলগাড়ির ১জন ও বলদিয়ার ১জন। দামুড়হুদা উপজেলার ৩ জনের মধ্যে জয়রামপুরের ১ জন ও দশমীপাড়ার ১ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গার নতুন ১৭ জনের দিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১শ ৮৮ জন। বুধবার ১৫ জনের সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬শ ৭১ জন। বর্তমানে সুস্থতের মধ্যে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩৭ জন। বাড়ি চিকিৎসাধীন ৪৪৫ জন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ