বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরের বিশিষ্ট হোটেল ও মুদি ব্যবসায়ী তজিবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না ……….. রাজেউন)। বৃহস্পতিবার দিনগত রাত ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ কঠিন ও জটিল রোগে ভুগছিলেন। গত সপ্তাহে তিনি বাড়িতে অসুস্থবোধ করলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার ও নিকটজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ২নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, বাজার গোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি মনজুর আলম রেন্টু, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনাসভা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ