স্টাফ রিপোর্টার: বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এ উপলব্ধি থেকে করোনা ভাইরাস জয় করে প্রথম দিনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসারত রোগীদের বিশুদ্ধ খাবার পানি প্রদান করলেন মানবিক পুলিশ সুপার খ্যাত মো. জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পক্ষে আহম্মদ আলী, পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সিভিল সার্জন ডা. মো. মারুফ হাসানের নিকট ৭৪৪ বোতল বিশুদ্ধ খাবার পানি প্রদান করেন। এসময় পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, আমি প্রজাতন্ত্রের সেবক হিসেবে সবসময় চিন্তা করি কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। সেই চিন্তা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস।