স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনামুক্ত ও সুস্থ হয়ে অফিসে যোগদান করায় বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চুয়াডাঙ্গা জেলা ইউনিটের পক্ষ থেকে করোনাজয়ী মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি শাফিয়া সাহাদ ও জেলা পরিষদের মহিলা সদস্য ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক কাজল রেখাসহ ইউনিটের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ