স্টাফ রিপোর্টার: নমুনা পরীক্ষা বাড়ানোয় একদিনে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত ফের তিন হাজার ছাড়ালো। সেই সঙ্গে একদিনে মৃত্যুর খবর এলো ৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ছিলো গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হারও ছিলো গতকাল। করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেয়া গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষায় নতুন করে তিন হাজার ২০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। এতে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো দুই লাখ ৮২ হাজার ৩৪৪। একদিনে মারা যাওয়া ৪৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৪০। একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে ওঠায় সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ১ লাখ ৬২ হাজার ৮২৫। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ ও মৃত্যুহার ১ দশমিক ৩২ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৫ পুরুষ এবং ১১ নারী। ৪৪ জন হাসপাতালে এবং দুজন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ২২ জনের বয়স ছিলো ৬০ বছরের বেশি। ১৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। ২৩ জন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, সাতজন খুলনা বিভাগের, দুজন বরিশাল বিভাগের, তিনজন রংপুর বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।