উন্নয়নের ধারাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চালানো হচ্ছে

মেহেরপুরে যুবলীগের আলোচনাসভায় পৌর মেয়র রিটন

মেহেরপুর অফিস: গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন পৌরসভার হলরুমে জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, সাবেক ছাত্রনেতা হিলোন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমানুর রহমান সোহেল, মেজবাহউদ্দিন, মহাবুব হক ডালিম, সাইদুর রহমান, শেখ সারাফাত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। আলোচনাসভায় জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার মাধ্যমে উগ্র মৌলবাদী গোষ্ঠী এদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিলো। বর্তমান সময়ে এখনও একটি কুচক্রী মহল আওয়ামী লীগের প্রগতিশীল উন্নয়নের ধারাকে ব্যাহত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলার মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এখনও ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। যার আসামি সংখ্যা হচ্ছে ৩৮৬ জন। এই সিরিজ বোমা হামলার রায় প্রদান করা মামলাগুলোর ৩৪৯ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আসামিদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। এর মধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More