আলমডাঙ্গা স্টেশনপাড়ায় মাদক বিক্রিকালে পুলিশের অভিযান
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসার অপরাধে দুই ব্যবসায়ীকে দেড় বছর করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদ- প্রদান করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার মাদক স¤্রাট রেজাউল কালার ছেলে মাদক ব্যবসায়ী এলাকার দোকানচোর চক্রের সদস্য বরিউল ইসলাম (২৮) ও বন্ডবিল গ্রামের শফি উদ্দিন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী মামুম মোল্লা (৩৫) বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তারা শুধু মাদক ব্যবসায় নয়, পৌর এলাকার বিভিন্ন মোড়ে ও শহরের মধ্যে বিভিন্ন দোকানে ও বাড়িতে টিন কেটে, গ্রিল কেটে চুরি করেও থাকে। ইতোপূর্বে বেশ কয়েকবার মাদক ও চোরাই মালামালসহ পুলিশ তাদের আটক করে। গতকাল বৃহস্পতিবার স্টেশন এলাকায় মাদক বিক্রিকালে আলমডাঙ্গা থানা পুলিশ তাদের আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ও মামুনকে ১ বছর ৬ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।