স্টাফ রিপোর্টার: অবশেষে চুয়াডাঙ্গার নিচের বাজারে পচা-বাসি ভুড়ি বিক্রির অভিযোগে অভিযুক্ত সোহেল কসাইকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দৈনিক মাথাভাঙ্গায় ওই সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার সকালে নিচের বাজারে যৌথভাবে অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরে অভিযুক্ত সোহেল কসাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ শতাংশ দেয়া হয় ক্ষতিগ্রস্ত যুবককে। এসময় ভবিষ্যতে ওই ধরণের কাজ থেকে বিরত থাকতে অভিযুক্ত সোহেল কসাইকে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করে সদর থানা পুলিশের একটি দল।
উল্লেখ্য, গত বুধবার সকালে চুয়াডাঙ্গার নিচের বাজারে সোহেল কসাইয়ের কাছে পঁচা-বাসি ভুড়ি কিনে প্রতারিত হন কেদারগঞ্জ এলাকার এক যুবক। প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত সোহেল কসাই। এ বিষয়ে গতকাল দৈনিক মাথাভাঙ্গায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।