ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের একটি কোচের সুপারভাইজারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দের ওজন যন্ত্রের নিকট হাইওয়ে পুলিশের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন এ অর্থদ-াদেশ দেন। স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত যাত্রী নেয়ায় এ জরিমানা করা হয়।
জানা গেছে, গতকাল সোমবার চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি কোচ দুপুর ১২টার দিকে পৌঁছুয় গোয়ালন্দের দৌলতদিয়া ফিরিঘাটের নিকটস্থ ওজন যন্ত্রের নিকট। পূর্বাশা পরিবহনের ওই কোচে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না দেখে হাইওয়ে পুলিশ থামিয়ে রাখে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে স্বাস্থ্য বিধি না মানার কারণে পূর্বাশা পরিবহনের ওই কোচের পরিচালককে ৬ হাজার টাকা জরিমানা করেন।