গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের একটি পুকুর থেকে আমজাদ হোসেন (৬৫) নামের এক গরু ব্যাপারির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা তার মরদেহের সন্ধান পায়। ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। মৃগী রোগ থাকায় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পরিবার ও পুলিশ। আমজাদ হোসেন কামারখালী গ্রামের সামসুদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন গতকাল বুধবার ভোরে শারীরিক অসুস্থতাবোধ করছিলেন। ফজরের নামাজের পর তিনি বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির অদূরবর্তী লুৎফর রহমানের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, পারিবারিক তথ্য ও পুলিশের তদন্তে মৃগ রোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত। তাই মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করেছে পরিবার।