চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পালিত হবে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে সভায় যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমজাদ হোসেন, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া নিজ নিজ কার্যালয় থেকে জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল সভায় অংশ নেন। সভায় জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পালিত হবে। ১৫ আগস্ট শনিবার সূর্যদয়ের সাথে সাথে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যূরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বল্প সংখ্যক লোক (১৫-২০ জনের বেশি নয়) স্বাস্থ্যবিধি মেনে পুষ্পমাল্য অর্পণ করবেন। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনা মহামারীর কারণে এবার জাতীয় শোক দিবস সীমিত পরিসরে পালিত হবে। ওই দিন সকলকে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচিতে অংশ নিতে হবে। মুখে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের সীমিত সংখ্যক মানুষ কর্মসূচিতে অংশ নেবেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More