আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড় হাঁপানিয়ায় করিমনের ধাক্কায় পথচারী শিশু লামিয়ার মৃত্যু হয়েছে। নিহত লামিয়া আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের বড় হাঁপানিয়া গ্রামের ইসাহাক আলীর মেয়ে ও বড় হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুলছাত্রী লামিয়া খাতুন (৭) গত রোববার দুপুর ১২টার দিকে সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছি। এসময় রুইতনপুর বাজার থেকে যাত্রীবাহী করিমন বড় হাঁপানিয়া গ্রামের বালুপাড়ায় মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছুলে করিমন তাকে ধাক্কা মারে। স্থানিয়রা তার পরিবারকে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে লামিয়াকে চুয়াডাঙ্গা সদল হাসপাতালে নেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী কলেজ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। গত সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লামিয়া। গত সোমবার বেলা ৫টার দিকে ফুটফুঠে শিশু কন্যা লামিয়ার মরদেহ নিজ বাড়িতে নিলে তাকে দেখতে হাজারও মানুষের ঢল নামে। কান্নায় ভারি হয়ে ওঠে গ্রামের বাতাস। রাত ৮টার দিকে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পূর্ণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট
গাংনীর বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী বিশ্বাস আর নেই
এছাড়া, আরও পড়ুনঃ