মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রাম থেকে জালাল উদ্দিন জালা ও গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটক জালাল উদ্দিন জালা মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মমতাজ আলীর ছেলে ও গোলাম কিবরিয়া একই উপজেলার যাদবপুর গ্রামের রমজান আলীর ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।