নমুনা দিয়ে পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে অনেকেই ঘুরছেন জনগণের মাঝে : রাজনৈতিক কর্মসূচিতেও নিচ্ছেন অংশ!
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতরাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অপরদিকে জেলায় তিনজন চিকিৎসকসহ আরও ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ৭৯জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২শ ৭৯ জন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের উকতো গ্রামের ৬৩ বছর বয়সী নবিছদ্দিন কয়েকদিন ধরে সর্দি কাশি জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার বেলা গড়ানোর সাথে সাথে অসুস্থতার মাত্রা বাড়তে থাকে। সন্ধ্যা ৭টার দিকে তাকে তার পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসার এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হবে। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের প্রক্রিয়া করা হয়। এ দিয়ে চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। এদিকে গতরাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৭৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ২৪ জনের করোনা ভাইরাস জনিত রোগ তথা কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ২৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরেই ১৫ জন। যার সিংহভাগই জেলা শহরের বাসিন্দা। বাকি ৯ জনের মধ্যে দর্শনার দুজন ও আলমডাঙ্গার ৭ জন। দর্শনার দুজনের একজন নারী একজন পুুরুষ। আলমডাঙ্গার ৭ জনের মধ্যে কালিদাসপুরের একজন, পাঁচলিয়ার একজন, পুরাতন বাজারপাড়ার একজন, ভাংবাড়ির একজন, বাবুপাড়ার একজন, কলেজপাড়ার আরও একজন, নওদা ব-বিলের একজন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৫ জনের মধ্যে থানা কাউন্সিলপাড়ার একজন, কোর্টপাড়ার ৩ জন, বাড়ানপাড়ার একজন, গোরস্তানপাড়ার একজন, ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার একজন, সাদেক আলী মল্লিকপাড়ার একজন, দৌলাতদিয়াড়ের ২ জন, গোপালনগরের ১জন, ফেরীঘাট রোডের একজন, সিভিলসার্জন কার্যালয়ের তিনজন, জ্বিনতলা মল্লিকপাড়ার একজন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ডা. আওলিয়ার রহমানসহ তিন চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৪০ জনের নমুনা নিয়ে কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
বুধবার চুয়াডাঙ্গার আরও ৯ জন সুস্থ হয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হলেন ২৭৯ জন। আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৬১ জন। বাকি ২শ ২৭ জন রয়েছেন বাড়ি বা হোম আইসোলেশনে। বুধবার যাদের পজিটিভ হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে গতকাল জেলা শহরে জনসাধারণের মধ্যে ঘুরতেই শুধু দেখা যায়নি। একজনকে তো মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতেও দেখা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, মাফিজুর রহমান মাফি অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে নিজে থেকে হাসপাতাল ত্যাগ করেন। বুধবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।