হরিণাকু-ু প্রতিনিধি: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পান ব্যবসায়ী মিলন আহমেদ (৩৮) হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এক হয়ে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন। এরপর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে ভবানীপুর ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকালে এলাকাবাসী জানান, হত্যাকা-ের ৩ দিন পার হলেও পুলিশ হত্যাকারী জুয়েলসহ অন্যান্যদের গ্রেফতার করতে পারেনি। আমাদের দাবি দ্রুততার সাথে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে গত সোমবার মিলন ভবানীপুর বাজার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে বের হওয়া মাত্রই কুষ্টিয়ার ইবি থানার অন্তর্গত বলরামপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে জুয়েল তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। হত্যাকা-ের ওইদিন রাতেই নিহত মিলনের বাবা খলিশাকু-ু গ্রামের বাসিন্দা ইসহাক আলী বাদী হয়ে হরিনাকু-ু থানায় জুয়েলসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে মামলা দায়ের করেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ