চুয়াডাঙ্গার গবরগাড়ায় অপহরণ ও ধর্ষণের ঘটনায় হীরা কাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
বেগমপুর প্রতিনিধি: তিতুদহের গবরগাড়া গ্রামে নাবালিকাকে অপহরণ ও ধর্ষনের ঘটনায় চুয়াডাঙ্গার হীরা কাজীসহ ৬ জনের বিরুদ্ধে দর্শনা থানায় দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক মিনারুল ইসলাম ও কাজীর সহযোগী কথিতকাজী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের হোসেন গাজীর ছেলে মিনারুল ইসলাম ওরফে মহিম বিয়ের প্রলোভন দেখিয়ে গ্রামের জনৈক এক স্কুলছাত্রীর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। বিয়ের কথা বলে তাকে গত ২১ জুন বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীতে ধর্ষণ করে মহিম। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে গত ২৪ জুলাই দর্শনা থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে দর্শনা পুলিশ ধর্ষক মহিম ও গিরিশনগর বাজার পাড়ার মহাসিন আলীর ছেলে বাজার জামে মসজিদের ইমাম কাজীর সহযোগী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেন। মামলার বাকি আসামিরা পলাতক আছে বলে পুলিশ জানায়। এলাকাসূত্রে জানাগেছে, ওই স্কুলছাত্রীর সাথে মহিমের প্রেমজ সম্পর্ক ছিলো। একপর্যায় তারা চুয়াডাঙ্গার পৌর এলাকার একাডেমি মোড়ের জনৈক হীরা কাজীর নিকট ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। পরে মহিম সে বিয়ের কথা অস্বীকার করে। গ্রেফতাকৃত কথিত কাজী আব্দুর রাজ্জাক মসজিদে ইমামতি করার আড়ালে প্রায় বাল্যবিয়ে পড়িয়ে থাকেন বলে অনেকেই জানান। মামলার তদন্তকারী অফিসার এসআই শরিফুল ইসলাম বলেন, হীরা কাজীসহ বাকি আসামিদের গ্রেফতার করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ