চুয়াডাঙ্গায় একদিনে ১শ ৫জনের নমুনা দেয়ার রেকর্ড : করোনা শনাক্তের সংখ্যা ৫১১
জেলা শহর ও শহরতলীতে যেমন প্রতিটি মহল্লায় ছড়িয়েছে করোনা তেমনই ঘরে ঘরে দেয়া গিয়েছে সর্দি কাশি জ্বর
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়িয়েছে। নতুন ২০ জন দিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ১১ জনে। আর করোনায় মৃত্যুর সংখ্যা ৮ জন। উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩। দুজনের নেগেটিভ, একজনের রিপোর্ট শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসেনি। আর উপসর্গে আক্রান্তদের মধ্যে নমুনা দেয়ার সংখ্যাও রেকর্ড গড়েছে। শনিবার একদিনেই চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ১শ ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে প্রেরণ করেছে। তাছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া চুয়াডাঙ্গা ফেরিঘাটের খাদিজা বেগমের কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় সর্দি কাশি জ্বরে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ফলে করোনা সন্দেহে অনেকেই নমুনা দিয়ে পরীক্ষার জন্য ছুটছেন হাসপাতালে। পুরণ করছেন করোনা পরীক্ষার ফরম। ফর্মপুরণ করে ভিড়ের ধকল মুকাবিলা করেই দিতে হয়েছে নমুনা। নমুনা সংগ্রহকারীদেরও হিমশিম খেতে হয়েছে। একদিনে চুয়াডাঙ্গায় ১শ ৫ জনের নমুনা সংগ্রহ শনিবারই রেকর্ড। এদিন চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৬৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যার মধ্যে ২০ জনের কোভিড-১৯ পজিটিভ। অবাক হলেও সত্য যে, নতুন শনাক্ত ২০ জনের মধ্যে ১৭ জনই চুয়াডাঙ্গা সদরে। এর মধ্যে শহরেই সিংহভাগ। যারা নতুন শনাক্ত হয়েছেন এরা হলেন- চুয়াডাঙ্গা বড়বাজারের মারা যাওয়া খাদিজা বেগমসহ দুজন। ওয়াপদাপাড়ার ১জন, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ১জন, আলুকদিয়া আকন্দবাড়িয়ার ১ জন, আরটিএ অফিসের আরও ১জন, ডিঙ্গেদহের ১জন, ফার্মপাড়ার আরও ১ জন, থানা কাউন্সিলপাড়ার আরও একজন, বেলগাছির ১ জন, কানাপুকুরপাড়ার একজন, বনানীপাড়ার ১জন, ছয়ঘরিয়ার ১জন, বঙ্গজপাড়ার জন, গোরস্থানপাড়ার ১জন, বলদিয়ার ১জন। আর দামুড়হুদা উপজেলার হাউলির ২জন এবং চন্ডিপুরের একজনের করোনা পজিটিভ হয়েছে। শনিবার আরও ৪জন সুস্থ হয়েছেন। ফলে মোট ৫শ ১১ জনের মধ্যে সুস্থ হলেন ২শ ৬৯ জন। আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৫৩ জন, বাড়িতে বা হোম আইসোলেশনে রয়েছেন ১শ ৮০ জন। দুজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।