ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক, পুলিশের এসআইসহ চার জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান (৬২), ঝিনাইদহ পুলিশ ফাঁগির সাব ইন্সপেক্টর মাগুরার শ্রিপুর উপজেলার বদনপুর গ্রামের শরিফুল ইসলাম (৫৫), শহরের আরাপপুর খাঁ পাড়ার সিতাব উদ্দীন (শতবর্ষি) এবং আরাপপুর সিটি কলেজ পাড়ার এ কে এম রশিদুর রহমানের স্ত্রী সাহিদা রহমান (৬৫)। এই নিয়ে করোনায় ঝিনাইদহে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ র্পাথ বিশ্বাস।
ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, গত ১ জুলাই সাংবাদিক হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে করোনা ডেডিকেটেড হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি হন। শারীরিক আবস্থায় অবনতি হলে গত ১৭ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি। এদিকে ঝিনাইদহ ফাড়ি পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত ৯ জুলাই ঝিনাইদহে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া ঝিনাইদহ পৌরসভার আরাপপুর খাঁ পাড়া শতবর্ষী মো. সিতাব উদ্দীন গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় তার। আরাপপুর সিটি কলেজ পাড়ার সাহিদা রহমান ২০ জুলাই সদর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় ২২ তারিখ রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এরপর শুক্রবার ভোররাতে তার মৃত্য হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মারা যাওয়া মোট ৩২ জনের লাশ দাফন করেছে ইফা কমিটি। এদিকে সাবেক সহকর্মী হাফিজুর রহমানের মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু গভীর শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আশির দশকে ঝিনাইদহ প্রেসক্লাবের উন্নয়নসহ সাংবাদিকদের কল্যাণে অবদান রাখেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ