স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকার ভিমরুল্লাহ টিটিসির সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের। এসময় উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল ও ১শ’ গ্রাম গাঁজা।
এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে সদর থানার একটি চৌকস টিম পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) সামনের রাস্তা থেকে আটক করা হয় জীবননগর উপজেলার উথলী স্কুলপাড়ার রফিকুল ইসলামের ছেলে রনি (২০) ও চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ের কবীর ওরফে বাচ্চুর ছেলে রানাকে (২৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল ও ১শ’ গ্রাম গাঁজা। গতকাল রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ