করোনায় আক্রান্ত সাকিবের বাবা : মাগুরার বাড়িতেই চিকিৎসাধীন
করোনায় আক্রান্ত সাকিবের বাবা : মাগুরার বাড়িতেই চিকিৎসাধীন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা। রোববার (১৯ জুলাই) সৈয়দ মাশরুর রেজার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে হালকা জ্বর অনুভব করায় সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন। নিজের করোনা আক্রান্তের বিষয়ে মাশরুর রেজা বলেন, আমি যে ব্যাংকে কাজ করি সেখানে আগেই বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকেই সংক্রামিত হয়েছি বলে ধারণা করছে সবাই। আমার মনে হচ্ছে যতজন করোনা আক্রান্ত হয়েছে, সবচেয়ে সুস্থ সবল আমি-ই। তাই এই নিয়ে ভাবছি না, নিয়ম মেনে চললে দ্রুত আরোগ্য লাভ করতে পারব। মাশরুর রেজা আরও বলেন, ‘সাকিব আমেরিকা থেকে খোঁজ-খবর নিয়েছে। সে আমাকে কোনো টেনশন না করতে বলেছে এবং নিয়ম মেনে চলতে বলেছে।’