হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার শ্রীরামপুর গ্রামে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার হাসাদাহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনির হোসেনের ছেলে শাহার আলী বাড়ির আঙিনায় খেলাচ্ছলে পাশের ডোবাতে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায় বাড়ির আঙিনার ডোবাতে তার মৃতদেহ পাওয়া যায়। শাহার আলী মনির হোসেনের একমাত্র ছেলে। তার মৃত্যুতে মনির হোসেনের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এছাড়া, আরও পড়ুনঃ