মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ। পরে সেখানে সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ