মেহেরপুর অফিস: ১৩১ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতরাত (সোমবার) ৯টার দিকে মেহেরপুর শ্যামলী কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ীর নাম তরিকুল ইসলাম। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে। সে তার নানা বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে ফেনসিডিলগুলো নিয়ে শ্যামলী পরিবহনে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। বর্তমানে সে মেহেরপুর ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
ডিবি পুলিশ জানায়, মাদকব্যবসায়ী তরিকুল ইসলাম দারিয়াপুর বাজার থেকে ফেনসিডিল ভরা দুটি বস্তায় তরিতরকারি ভরে ঢাকার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে উঠে। পরিবহন মেহেরপুর কাউন্টারে পৌঁছুলে সবজির বস্তা দেখে কাউন্টার মাস্টারের সন্দেহ হয়। এসময় তরিকুল ইসলামকে ডাকাডাকি করলে সে দৌঁড়ে পলানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় জনতা তাকে আটক করে ডিবি পুলিশে খবর দেয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা স্যানিটারি ল্যান্ড ফিল্ডের জন্য তিন একর জমি ক্রয় : চলছে নকশা প্রণয়নের কাজ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ