স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাঝেরপাড়ার উদ্যোগে মাঝেরপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৫টার দিকে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মাঝেরপাড়া ইউনাইটেড এবং মাঝেরপাড়া এফসি। ট্রাইবেকারে মাঝেরপাড়া ইউনাইটেড ১-০ গোলে জয়ী লাভ করে। প্রধান অতিথি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতি থেকে দূরে রেখে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।’ তাই খেলাধুলার ওপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। খেলাধুলার মধ্যদিয়ে যেমন মানসিক শক্তি গড়ে উঠবে তেমনি শারীরিকভাবে তারা সুস্থ হবে। শৃঙ্খলাবোধ শিখবে, অধ্যবসায় শিখবে, দায়িত্ব জ্ঞানবোধ তাদের মাঝে জাগ্রত হবে এবং সহনশীলতা শিক্ষা পাবে। তাই খেলাধুলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দেই।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ