স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মো. জাহিদুল ইসলাম যোগদান করেছেন। গত ৭ জুলাই তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র জমা দেন । তিনি গত ৫ জুলাই যশোর জেলা প্রশাসক কার্যালয় থেকে বদলি হয়ে চুয়াডাঙ্গায় আসেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে যোগদান করলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামকে রাজস্ব বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) দায়িত্ব প্রদান করেন।
জনপ্রশাসন মাঠ প্রশাসন-২ শাখার ৭ মে তারিখের প্রজ্ঞাপনে বদলি এবং যশোর জেলা প্রশাসক ৫ জুলাই অফিস আদেশে অবমুক্ত হয়ে মো. জাহিদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক একই অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে মনিরা পারভীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে মোহাম্মদ ইয়াহ ইয়া খানের দায়িত্ব পুনঃবন্টন করেন।