কার্পাসডাঙ্গা/ ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে পীরপুরকুল্লার ফারুক (৩৫) গাঁজাসহ আটক হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেকের নির্দেশে এসআই মেজবাহুর রহমান ও এএসআই রওশনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয় পিরপুরকুল্লার কালুর মোড়ে। এসময় ফারুকের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে ৪শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ সদস্যরা। ফারুক কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের ইউনুচ আলীর ছেলে। এ বিষয়ে এসআই মেজবাহুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ পিরপুরকুল্লা গ্রামের ফারুককে আটক করি। সে দীর্ঘদিন মাদক সেবন ও ব্যবসা করে আসছে। ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ