স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৮ জনে। বৃহস্পতিবার আরও ৯ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হলেন ১৮৩ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার ( ৯ জু্লাই) আরও ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছে। এদিন চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে পূর্বের ২০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ২০টি রিপোর্টের ১৮ জনের নেগেটিভ। ২ জনের পজিটিভ। এদের একজন বিজিবি সদস্য। অপরজন চুয়াডাঙ্গা জেলা শহরের ফিরোজ রোডের বাসিন্দা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ