মেহেরপুর অফিস: বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়সভা করেছেন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলী খান। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। বিকেলে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান প্রমুখ।
এদিকে এদিন দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সদস্য জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির বর্তমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসক তাদের সাথে মতবিনিময় করেন।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মেহেরপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় জেলা প্রশাসক মেহেরপুরের উন্নয়নকল্পে মেহেরপুরের সাংবাদিকের কাছে সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুবুব চাঁন্দুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।