বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গা গ্রামে রাতের আঁধারে নাবালিকা প্রেমিকের সাথে দেখা করতে এসে গ্যাঁড়াকলে পড়েছে চুয়াডাঙ্গা ভোমরাডাঙ্গার ইমরোজ হোসেন। বেরশিক গ্রামবাসী প্রেমিক প্রেমিকাকে আটক করে সোপর্দ করেছে পুলিশের নিকট। তবে ছেলে পক্ষ তাদের ছেলেকে কৌশলে বাঁচার জন্য পুলিশ হেফাজতে দিয়েছে বলে সচেতন মহল মনে করছে।
গ্রামসূত্রে জানাগেছে, ঝিনাইদহর কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা ভোমরাডাঙ্গা গ্রামের আব্দুস ছালামের ছেলে প্রেমিক ইমরোজ হোসেন (২২) শনিবার রাত সাড়ে ১২ টার দিকে পার্শ্বর্তী তিতুদহ ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের প্রেমিকা নবম শ্রেণির ছাত্রীর ঘরে আসে। এসময় উৎসুক প্রতিবেশীরা তাদেরকে হাতে নাতে ধরে ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে ইমরোজের পরিবারের লোকজন বাটিকাডাঙ্গা গ্রামে আসে। মেয়ে নাবালিকা হওয়ায় বিয়েতে বয়স বাধা হয়ে দাঁড়ায়। একপর্যায় ইমরোজকে তিতুদহ ক্যাম্প পুলিশের নিকট সোপর্দ করে গ্রামবাসী। গতকাল রোববার সকাল ১০টার দিকে উভয়পক্ষের পরিবারের লোকজন তিতুদহ ক্যাম্পে হাজির হয়। তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন বলেন, আইনগত বাঁধা থাকায় উভয় পরিবার বয়স হলে তাদের বিয়ে দেবার সিদ্ধান্তে এলে ইমরোজকে ছেড়ে দেয়া হয়।
এছাড়া, আরও পড়ুনঃ