চুয়াডাঙ্গার সরকারি ওয়েবপোর্টাল ভিজিট করে মেলা সফল করার অনুরোধ জেলা প্রশাসকের
স্টাফ রিপোর্টার: এবারই প্রথম অনলাইনে ডিজিটাল মেলা হতে যাচ্ছে চুয়াডাঙ্গায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং এটুআই’র সহযোগিতায় আগামী ২৮-৩০ জুন অনলাইন ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চুয়াডাঙ্গা জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে অনলাইনে এ মেলা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আজ শনিবার বেলা ১১টায় জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুন দুপুর ১টায় ‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া, ২৮-৩০ জুন জেলা পর্যায়ে সরকারের সকল ডিজিটাল কার্যক্রমের তথ্যাদি চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি (chuadanga.gov.bd) ওয়েবসাইটে আপলোড করা হবে। একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ওয়েবপোর্টালটি ভিজিট করে এবারের অনলাইন ডিজিটাল মেলার সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ