কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী বকুল মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ( ইন্নালিল্লাহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
জানাগেছে, কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী বকুল দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে আসছিলো। শুক্রবার (২৬ জুন ) সকালে আমারডাঙ্গাস্থ নিজ বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনাগ্রীহি রেখে গেছেন। সকাল ১১ টার দিকে গ্রামের বাড়ি মুন্সিপুর কবরস্থানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। ব্যবসায়ী বকুল দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মোঃ মক্করের ২য় সন্তান। বকুল কার্পাসডাঙ্গা – আমারডাঙ্গা বটতলায় মেশিনারিজের ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুতে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি এমদাদুল হক ইমন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।