মেহেরপুর অফিস: করোনা ভাইরাস প্রতিরোধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেহেরপুরে মাস্ক বিতরণের উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক মো. আতাউল গণি সাংবাদিকদের হাতে মাস্ক তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। এছাড়া একই সময় ভিডিও কনফারেন্সে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমঝুপি ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু প্রমুখ। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মুজিবনগর উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার ওসমান গণিসহ মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ।
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় মেহেরপুরে বরাদ্ধ থেকে প্রতিমন্ত্রীর নির্দেশে তৈরি ৮১ হাজার মাস্ক বিতরণ করা হবে। যার মধ্যে সদর উপজেলায় ৩৫ হাজার, গাংনী উপজেলায় ২০ হাজার ও মুজিবনগর উপজেলায় ১৬ হাজার মাস্ক বিতরণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ