ভালাইপুর প্রতিনিধি: আলডাঙ্গার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর গ্রামের দানবীর ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বিশ্বাসের মা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার আকস্মিক ইন্তেকালের খবর গ্রামে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশিদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। সকাল সাড়ে ১০ টায় গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাগেছে আলডাঙ্গার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর গ্রামের মৃত. হাজী ইজার আলী বিশ্বাসের স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী মাইক্রো ম্যাক্্র টেকনোলজীস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দানবীর ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বিশ্বাসের মা মনোয়ারা বেগমইন্তেকাল করেছেন। পরিবারে পক্ষ থেকে জানান গত পরশু শুক্রবার ভোর ৪টার দিকে স্টোকে আক্রান্ত হলে পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালেভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১ টার দিকে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ২ মেয়ের জননী ছিলেন, ছেলে ইঞ্জিনিয়ার ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় মেয়ে গৃহিনী, ছোট মেয়ে সরকারী চাকুরিজীবি, মৃত্যুকালে তিনার বয়স গয়েছিল-৬৫ বছর। চুয়াডাঙ্গা আব্দুল্লা সিটির সত্বাধিকারী আব্দুল মমিন স্বপন ও চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মুনজুর রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ