চুয়াডাঙ্গার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করেন।
নির্মাণকাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আজিজুল হক, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আবু তাহের বিশ^াস, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মজিবর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লাহ শেখ, সদর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলজার হোসেন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর হোসেন, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম মিলন, আব্দুল করিম লস্কর, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর জব্বার, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান মসনাত। এছাড়াও উপস্থিত ভবন নির্মাণকাজের ঠিকাদার কামরুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ফজলুর রহমান শিকদার প্রমুখ। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সরোজগঞ্জ জামে মসজিদের ঈমাম মাওলানা জেহের আলী।