মেহেরপুর অফিস ঃ মেহেরপুর পৌরসভার কালাচাঁদপুরে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণে এক শিশু আহত ও বাড়ির আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরের দিকে। আহত শিশু সাজ্জাদ হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কালচাঁদপুর গ্রামের আব্দুর রকিব এদিন দুপুরের দিকে নিজ ঘরে গ্যাস সিলিন্ডার ঠিক করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা তার শিশুপুত্র সাজ্জাদ হোসেন আহত হয়। একই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে ঘরের আসবাস পত্র ও পোষাকাদি পুড়ে যায়। প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে ও আহত সাজ্জাদ হোসেনকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ