স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবুর মন্ডল (৪৫) নামে ঝিনাইদহের শৈলকুপার(সন্তান) এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঢাকার বেসরকারি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি ঢাকায় সোনালী ব্যাংকের সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মৃত সোবাহান মন্ডলের ছেলে। এছাড়া তার স্ত্রী সহ দুই ছেলে-মেয়েও করোনায় আক্রান্ত। জানা যায়, গত ৭ জুন (রবিবার) তার দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে অব¯’ার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। তার জ্বর-সর্দি, শ্বাসকষ্ট ও গলাব্যথা উপসর্গ ছিল। মৃত ব্যাংকারের জানাজা ও দাফন তার গ্রামের বাড়িতে ইসলামী ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে হবে বলে নিশ্চিত করেছেন তার নিকটতম আত্মীয়স্বজন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ