মাথাভাঙ্গা মনিটর: করোনা ভাইরাসের তোপে অনেককিছু বদলে গেলেও একটু বদলাননি লিওনেল মেসি। দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন এ আর্জেন্টাইন। বার্সেলোনাও পেয়েছে টানা দ্বিতীয় জয়। মঙ্গলবার রাতে ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা। বার্সার পক্ষে প্রথম গোলটি আদায় করেন তরুণ তারকা ফুটবলার আনসু ফাতি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ