স্টাফ রিপোর্টার: ১শ ৭ বোতল ফেন্সিডিলসহ র্যাব’র হাতে ধরাপড়েছে চুয়াডাঙ্গা জীবননগরের আন্দুলবাড়িয়া মীরপাড়ার জাহানারা খাতুন (৪৫)। বুধবার দুপুরে র্যাব’র একটি চৌকসদল অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিলসহ আটক করে।
র্যাব জানিয়েছে, র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকসদল অভিযান শুরু করে। বুধবার দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে আন্দুলবাড়িয়া মীরপাড়ায় অভিযান চালিয়ে ১শ ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। একই সময়ে তার নিকট থেকে উদ্ধার করা হয় ১টি মোবাইলফোন ও একটি সিমকার্ড।
এছাড়া, আরও পড়ুনঃ