মেহেরপুর অফিস : মেহেরপুর ডিবি পুলিশ শহরের পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ৭শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার শহরের বেড়পাড়া ও পৌর ঈদগাহ পাড়ায় ওই অভিযান চালানো হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান- এদিন দুপুরের দিকে শহরের বেড়পাড়ায় অভিযান চালিয়ে গাংনী উপজেলার রামকৃষ্ঞপুর ধলা গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে বাঁশিকে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এর আগে একই দিন সকালের দিকে শহরের পৌর ঈদগাহ পাড়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেনের ছেলে শেরগুলকে আটক করা হয়। এ দুই ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ
এছাড়া, আরও পড়ুনঃ