কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় ১৮টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৫ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রেড জোনের আওতা ও বিধিনিষেধ সম্পর্কে একটি গণবিজ্ঞপ্তি লেখা হচ্ছে। সেটা সংশ্লিষ্ট এলাকায় মাইকে ব্যাপক প্রচার করা হবে।
জেলায় রেড জোনের মধ্যে সদর উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুষ্টিয়া পৌরসভার ৮টি ওয়ার্ড রয়েছে। ওর্য়াড ভিত্তিক এলাকাগুলো হলো- কমলাপুর, থানাপাড়া, কুঠিপাড়া, চৌড়হাস, আদর্শপাড়া, হাউজিং, কালীশংকরপুর, বাড়াদি, জগতি, চেচুয়া ও কুমারগাড়া।
ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন। এ ছাড়া ভেড়ামারা পৌরসভার ওয়ার্ড ভিত্তিক এলাকাগুলোর মধ্যে রয়েছে ফারাকপুর, নওদাপাড়া, পূর্ব ভেড়ামারা, কুঠি বাজার, দক্ষিণ রেলগেট ও বামনপাড়া।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রেড জোন এলাকা লকডাউন করার জন্য জেলা প্রশাসককে নিকট লিখিতভাবে জানানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
এছাড়া, আরও পড়ুনঃ