স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গুলশানপাড়ার সাব্বির রহমান হাবুকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে শহরের কোর্টমোড় এলাকা থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। একই এলাকার চা দোকানি শরিফুল ইসলাম লাবনকে মারধরের ঘটনায় তাকে আটক করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা গুলশানপাড়ার নজরুল ইসলামের ছেলে সাব্বির রহমান হাবু (৪১) ও পুরাতন হাসপাতালপাড়ার শামসুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম লাবন (৪০) দুজনেরই চুয়াডাঙ্গা পুরাতন জেলখানা সংলগ্ন নিক্সন পট্টিতে দোকান রয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে লাবনের দোকানের সামনে দুজনে কথা-কাটাকাটিতে জড়িয়ে পরেন। একপর্যায়ে সাব্বির রহমান হাবু লোহার রড দিয়ে শরিফুল ইসলাম লাবনকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় লাবন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসময় আটক করা হয় হাবুকে। এসময় লাবনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। গতরাতেই শরিফুল ইসলাম লাবন চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ