স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৫ গুণী কন্ঠশিল্পী ও সংস্কৃতিসেবীদের মাঝে কল্যাণ ভাতার চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক প্রদান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৩ লাখ ৮৫ হাজার ২০০ টাকার এ চেক সংস্কৃতিসেবীদের মাঝে প্রদান করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে চুয়াডাঙ্গা জেলার সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতা হিসেবে একজনকে ২৫ হাজার ২০০ টাকা, তিনজনকে ১৯ হাজার ২০০ টাকা করে এবং ২১ জনকে ১৪ হাজার ৪০০ টাকা করে প্রদান করা হয়।
গুণী কণ্ঠশিল্পী ও সংস্কৃতিসেবীরা হলেন, চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের শেখ মো: নাজিম উদ্দিন, জ্বিনতলা মল্লিকপাড়ার জামান উদ্দিন ম-ল, আলমডাঙ্গা জাহাপুরের আব্দুল লতিফ শাহ, সদর উপজেলার কিরণগাছির কবি মো. আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা উপজেলার কামালপুরের গোলাম রহমান চৌধুরী, চুয়াডাঙ্গা জোয়ার্দ্দারপাড়ার ফজলু মঈন, চুয়াডাঙ্গা বড়বাজারের চিত্তরঞ্জন সাহা চিতু, দামুড়হুদা উপজেলার জিরাটের বুলবুল ইসলাম, চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার আশরাফুল হক মনা, চুয়াডাঙ্গা ইসলামপাড়ার সুফিয়া বেগম, সদর উপজেলার সাহেবনগরের আবুল হোসেন, দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মহসিন শেখ, আলমডাঙ্গা উপজেলার গড়গড়ির পলান ফকির, চুয়াডাঙ্গা শেখপাড়ার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা শহরের স্বর্ণপট্টির সুশীল কুমার কর্মকার, চুয়াডাঙ্গা শহরের বেলগাছির এসএম সেলিম, সদর উপজেলার ভুলটিয়া গ্রামের ওলিউর রহমান, আলমডাঙ্গা উপজেলার জাহাপুরের বজলু বিশ্বাস, চুয়াডাঙ্গা বাগানপাড়ার আব্দুল ওহাব, দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামের মুনসুর আলী, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের মহাদেব ঘোষ, সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের আকলিমা খাতুন, আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা গ্রামের জমির আলী, চুয়াডাঙ্গা পুরাতনপাড়ার বাবলুর রহমান এবং চুয়াডাঙ্গা ইসলামপাড়ার সেলিম রেজা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ