সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধমন্ত্রীকে সিএমএইচে ভর্তি

ঢাকা অফিস: করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে শনিবার (১৩ জুন) রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি ও তার সহধর্মিনীকে সিএমইএইচ হাসপাতালের নিবিড় পর্যবক্ষেণে নেয়া হয়েছে।

মন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এদিকে মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) নুমনা পরীক্ষা করা হলে শুক্রবার (১২ জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফল পাওয়া যায়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More