স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই ফয়েজ উদ্দিন (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়। ফয়েজ উদ্দিন উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদা মোল্লার ছেলে। তিনি ঢাকাতে ন্যাশনাল ব্যাংকে চাকরি করতেন। গত তিন দিন আগে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছেন। এখনো তার নমুনার রিপোর্ট আসেনি। তিনি করোনা উপসর্গ নিয়ে রাতে মৃত্যুবরণ করেছেন। এদিকে ঝিনাইদহ জেলায় নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে ৮৪টি নমুনার রিপোর্টে ১০ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে সাত, কালীগঞ্জে দুই ও হরিণাকুণ্ডতে একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট জেলায় ১২০৩ টি নমুনার রিপোর্টে ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন।
পূর্ববর্তী পোস্ট
না ফেরার দেশে চলে গেলেন মোহাম্মদ নাসিম : দাফন রোববার বনানীতে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ