আলমডাঙ্গায় পল্লিতি ইটভর্তি টলি চাপায় শিশুকন্যা নিহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পল্লি ফরিদপুরে ইটবহন করা টলি চাপায় দেড় বছরের শিশুকন্যা নিহত হয়েছে। সোমবার  (৮ জুন) সকাল ৮টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা শিশুকে একটি ট্লিতাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। কতর্ব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা বলেছেন, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আরএনবি ইটভাটায় ইঞ্জিনচালিত অবৈধ যান টলিতে ইট বহন করা হচ্ছিলো। টলিটি চালাচ্ছিলো একই গ্রামের  শহিদুল ইসলামের ছেলে মোমিন। ইটভর্তি টলি নিয়ে বেপরোয়া গতিতে গ্রামের ভেতর দিয়ে ছোটার সময় বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশু রোকাইয়াকে চাপা দেয়। সে আব্দুস সালামের দেড় বছরের শিশুকন্যা।

স্থানীয়দের অনেকেই অভিযোগ তুলে বলেছেন,ফরিদপুর গ্রাম রাস্তার পাশে দুটি ইটভাটা রয়েছে। সড়ক থেকে কমপক্ষে আধা কিলোমিটার দূরে ইটভাটার অবস্থানের বাধ্যবাধকতা ইটভাটা প্রস্তুত আইনে থাকলেও এ দুটি ইটভাটার জন্য তা কার্যকর হয়নি। সকাল থেকে সন্ধ্যা অবধি ইটভাটা দুটির ইটবাহী অবৈধ যান গ্রামের একমাত্র সড়কটি দিয়ে আসা-যাওয়া করে। ইটভাটা উচ্ছেদের দাবিতে স্থানীয়রা ইতোপূর্বে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। এরপরও প্রশাসনের আশুদৃষ্টি পড়েনি। প্রতিকার মেলেনি। এরই মাঝে ঘটলো দুর্ঘটনা। ইটভাটার ইট বহন করা অবৈধ যান কেড়ে নিলো গ্রামেরই এক শিশুর তরতাজা প্রাণ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More